প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 10, 2025 ইং
টাঙ্গাইলে ফিলিস্তিনে চলমান গণহত্যা ও দমননীতির বিরুদ্ধে গণসংহতি আন্দোলনের সংহতি সমাবেশ
    
বাংলাদেশী অ্যাক্টিভিস্ট-ফটোগ্রাফার শহিদুল আলমসহ ফিলিস্তিনমুখী মানবাধিকার কর্মীদের সাথে সংহতি প্রকাশে টাঙ্গাইলে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণসংহতি আন্দোলন জেলার উদ্যোগে সংহতি সমাবেশের আয়োজন করা হয়।
এই সমাবেশে ফিলিস্তিনমুখী “ফ্রিডম ফ্লোটিলা”র মানবাধিকার কর্মী, সাংবাদিক ও শান্তিকর্মীদের প্রতি সংহতি জানানো হয় এবং ইসরায়েলি জায়নবাদী আগ্রাসনের তীব্র নিন্দা জানানো হয়।
সমাবেশে সঞ্চালনা করেন টাঙ্গাইল গণসংহতি আন্দোলন সদর উপজেলার সদস্য সচিব ফারজানা জেসমিন এবং সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন টাঙ্গাইল সদর উপজেলার আহবায়ক জননেতা মোফাখখারুল ইসলাম।
গণসংহতি আন্দোলন সদর উপজেলার আহবায়ক মোফাখখারুল ইসলাম বলেন, ফিলিস্তিনে যে গণহত্যা, দমন ও ভূমি দখলের রাজনীতি চলছে, তা বিশ্ব মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে। শহিদুল আলমসহ যারা“ফ্রিডম ফ্লোটিলা”-এর অংশ হয়ে ফিলিস্তিনে মানবিক সাহায্য নিয়ে যাচ্ছেন, তারা কেবল সাংবাদিক বা অধিকারকর্মী নন তারা মানবতার দূত।
জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ছাত্রনেতা ফাতেমা রহমান বীথি বলেন, আজকের পৃথিবীতে নীরবতা হলো অপরাধের সহায়ক শক্তি। জায়নবাদী আগ্রাসন ও মার্কিন সাম্রাজ্যবাদের মদদে ফিলিস্তিনের মানুষকে প্রতিদিন নির্বিচারে হত্যা করা হচ্ছে অথচ জাতিসংঘ নীরব দর্শক। এই নৈতিক দেউলিয়াপনার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলন টাঙ্গাইল জেলার সংগঠক তুষার আহমেদ, অধ্যাপক স. ম. আজাদ, চলচ্চিত্রকার ও সাংবাদিক রিয়াজুল মওলা রিজু, সমাজকর্মী ও শিক্ষক ফজলে রাব্বি তাজ, শিক্ষক ও ক্রীড়া সংগঠক মুন্নি মোনালিসা, জেলা ছাত্র ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম জুনায়েদ, দপ্তর সম্পাদক প্রেমা সরকার, সদস্য শিশিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। 
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com